প্রচ্ছদ ›› বাণিজ্য

কার্ব মার্কেটে ডলার এখন প্রায় ১০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২২ ২০:৩৯:২৮ | আপডেট: ৩ years আগে
কার্ব মার্কেটে ডলার এখন প্রায় ১০০ টাকা

কার্ব মার্কেট বা খোলা বাজারে ডলার এখন ৯৯ টাকা থেকে ৯৯ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে।

মতিঝিলের সুগন্ধা মানি এক্সচেঞ্জের কর্মকর্তা মোস্তফা হাসান দ্য বিজনেস পোস্ট’কে জানান, বৃহস্পতিবার তারা প্রতি ডলার ৯৮ টাকা ৯০ পয়সা থেকে ৯৯ টাকায় কিনে ৯৯ টাকা থেকে ৯৯ টাকা ৫০ পয়সায় বিক্রি করছেন।

ঈদের ছুটিতে মানুষ বিদেশ ভ্রমণে ছুটছে বলে মার্কিন ডলারের চাহিদা আরও বেড়েছে বলে মনে করছেন তিনি।

এদিন ব্যাংক ভ্রমণকারীদের কাছে ডলারপ্রতি ৯৮ টাকা ৬০ পয়সা থেকে ৯৮ টাকা ৮০ পয়সায় বিক্রি করেছে।

অন্যদিকে, বৃহস্পতিবার ব্যাংকিং চ্যানেলে বিনিময় হার দাঁড়িয়েছে ডলারপ্রতি ৯৩ টাকা ৯৫ পয়সা।

বুধবারের ৩৯.৭৯ বিলিয়ন ডলার থেকে বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে ৩৯.৭০ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে।