পুঁজিবাজারে লেনদেন শুরুর আগে বন্ধ থাকা বিতর্কিত প্রি ওপেনিং সেশন আবার চালু করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগের ১৫ মিনিটের পরিবর্তে এবার প্রি-ওপেনিং সেশনের সময় রাখা হয়েছে ৫ মিনিট। যা রোববার থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি আদেশ দুই স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর থেকে সকাল ৯টা ২৫ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত সময়ে শেয়ার কেনা-বেচার প্রিঅর্ডার দিতে পারবেন বিনিয়োগকারীরা। মূল লেনদেন হবে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত। আর পোস্ট ক্লোজিং সেশন আগের মতোই ১টা ৫০ মিনিট থেকে ২টা পর্যন্ত চলবে।
এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশীদ লালী দ্য বিজনেস পোস্ট’কে বলেন, ‘আমাদের দেশের পুঁজিবাজারের জন্য প্রি-ওপেনিং সিস্টেম তেমন একটা কার্যকর নয়।’
তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আগে থেকেই একটি কোম্পানির শেয়ার দর সারাদিন কেমন যাবে সে ব্যাপারে একটি ধারনা পাওয়া যায়। এ সিস্টেমের মাধ্যমে যেহেতু আগে থেকেই কোম্পানিগুলোর শেয়ার কেনা বেচার দর বসানো যায় ফলে একটি গ্রুপ সুবিধা নেয়।’
এ ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী দ্য বিজনেস পোস্ট’কে বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের পুঁজিবাজারেও প্রি ওপেনিং সেশন চালু আছে। আমাদের দেশের পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধির ফলে ডিএসইর ট্রেডিং ইঞ্জিনের ওপর যে চাপ পড়ছে তা কমাতে এটা কার্যকর ভূমিকা রাখবে।’
প্রি-ওপেনিং সেশন পুনরায় চালুর বিষয়ে বিএসইসি বলছে, ‘সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। এতে ডিএসইর ট্রেডিং ইঞ্জিনের ওপর চাপ পড়ছে। ফলে প্রি-ওপেনিং সেশন আবারো চালুর জন্য বিএসইসির কাছে অনুরোধ করেছে ডিএসই। তাই এ সেশন আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিাবাজার নিয়ন্ত্রক সংস্থা।
এ বিষয়ে বিএসইসি মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম দ্য বিজনেস পোস্ট’কে জানান, সাম্প্রতিক সময়ে ডিএসই’র লেনদেন বাড়ার ফলে ট্রেডিং ইঞ্জিনের ওপর যে চাপ পড়ছে তা কমাতে প্রি ওপেনিং সেশন আবার চালু করা হয়েছে। কারসাজি যেন না হয় সেজন্য এর সময় কমিয়ে এবার ৫ মিনিট করা হয়েছে।
পুঁজিবাজারে প্রি ওপেনিং সেশনের প্রভাব রোববার মার্কেটে ট্রেড শুরু হবার পর দেখতে পাওয়া যাবে বলে জানান তিনি।
এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ দ্য বিজনেস পোস্ট’কে জানান, পুঁজিবাজারের প্রি-ওপেনিং সেশন সাধারণ বিনিয়োগকারীদের সুবিধা নেই, অসুবিধাও নেই। এর সুবিধা সাধারণ বিনিয়োগকারীদের নাগালের বাইরে।
পুঁজিবাজারে ২০২০ সালের নভেম্বরে ‘প্রি ওপেনিং’ সেশন ও ‘পোস্ট ক্লোজিং সেশন চালু করা হয়। এই পদ্ধতিতে লেনদেন শুরুর নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শেয়ার কেনা-বেচার প্রস্তাব দেয়া হয়। সেই সাথে লেনদেন শেষ হওয়ার ১০ মিনিট পর পর্যন্ত সমাপনী (ক্লোজিং) দরে শেয়ার লেনদেন করার সুযোগ রাখা হয়েছিলো।
প্রি ওপেনিং সেশনে কোন কোম্পানির শেয়ার কেনাবেচার দর পুঁজিবাজারে লেনদেন শুরুর আগেই দেয়া যায় এবং লেনদেন শুরুর সাথে সাথেই এটা কার্যকর হয়।