প্রচ্ছদ ›› বাণিজ্য

কাশেম ইন্ডাস্ট্রিজের ক্যাটাগরি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২২ ১৯:৩২:১৭ | আপডেট: ২ years আগে
কাশেম ইন্ডাস্ট্রিজের ক্যাটাগরি পরিবর্তন
সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল ১১ ডিসেম্বর, থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। গত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কাশেম ইন্ডাস্ট্রিজ কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।