প্রচ্ছদ ›› বাণিজ্য

কোরবানির পর চামড়া যেন কোনোভাবেই নষ্ট না হয়: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২২ ১৭:৪৩:৫৭ | আপডেট: ৩ years আগে
কোরবানির পর চামড়া যেন কোনোভাবেই নষ্ট না হয়: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানিয়েছেন, কোরবানির পর পশুর চামড়া কোনোভাবেই যেন নষ্ট না হয় সেজন্য পর্যাপ্ত পরিমাণ লবনের ব্যবস্থা আমরা করেছি।

রোববার সকাল সাড়ে ৮টায় নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে মন্ত্রী এ কথা বলেন। এসময় মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

তিনি বলেন, কোরবানির পর পশুর রক্তসহ সকল প্রকার বর্জ্য দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ দ্বায়িত্বে অপসারণ করতে হবে। এ বছর ভারত থেকে কোনো গরু দেশে ঢুকতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, পর্যাপ্ত পরিমাণ গরু আমাদের দেশেই তৈরি হয়েছে। এতে করে খামারিরাও লাভবান হয়েছে।