প্রচ্ছদ ›› বাণিজ্য

কোরবানির হাটে জাল নোট সনাক্তে বুথ স্থাপনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২২ ২০:১৯:৩১ | আপডেট: ৩ years আগে
কোরবানির হাটে জাল নোট সনাক্তে বুথ স্থাপনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ঢাকাসহ সারা দেশের অস্থায়ী কোরবানির পশুর হাটগুলোতে জালনোট সনাক্তকারী বুথ স্থাপনের জন্য ব্যাংগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি সংস্থা অনুমোদিত পশুর হাটগুলোতে এই নোট সনাক্তকরণ সেবা বিনামূল্যে প্রদান করতে হবে।

বুধবার এ সংক্রান্ত নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট।

সার্কুলারে বলা হয়, এই সেবা পশুর হাট শুরুর দিন হতে ঈদের পূর্ব রাত পর্যন্ত বিরতিহীনভাবে দিতে হবে। আর দায়িত্বরত ব্যাংক কর্মকর্তাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন- সারাদেশে ৪৪০০টিরও বেশি পশুর হাট: স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়াও হাটে বুথ স্থাপনে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে। বুথে নোট যাচাইকালে কোন জালনোট ধরা পড়লে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ঈদুল আযহা সমাপ্তির পর পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে জাল নোট সনাক্তকরণ সেবা সংক্রান্ত একটি প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ডিপার্টমেন্টে দিতে হবে।

ঢাকায় মোট ৪০টি ব্যাংক এই সুবিধা প্রদান করবে। জাল নোট সনাক্তকরণ সুবিধা প্রদান করতে ব্যাংকগুলোর যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করবে তাদের তালিকা আগামী ৪ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

ইমেইল ঠিকানা- mahmudul.karim@bb.org.bd ও rafat.fatema@bb.org.bd

ঢাকার বাইরের অনুমোদিত হাটগুলোতে সেবা দিতে নির্ধারিত ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের স্থানীয় কার্যালয়ে যোগাযোগ করে কর্মকর্তাদের তালিকা দিতে হবে। যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস নেই সেখানে সোনালী ব্যাংকের চেস্ট শাখায় এই তালিকা দিতে হবে।