পোশাক শিল্পে নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সরকারকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একইসঙ্গে ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রগুলোকে জ্বালানির মূল্যবৃদ্ধির আওতার বাইরে রাখার দাবি জানানো হয়।
রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক বৈঠকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে এসব কথা বলেন বিজিএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি শহিদউল্লাহ আজিম।
তিনি বলেন, একদিকে গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং অন্যদিকে পোশাক শিল্পের প্রধান রপ্তানি গন্তব্যস্থলগুলোতে মুদ্রাস্ফীতির কারণে ক্রেতাদের চাহিদা হ্রাসে দ্বিমুখী চাপে বিপর্যস্ত পোশাক শিল্প। পরবর্তীতে জ্বালানির দাম বাড়ায় নিজস্ব জেনারেটর দিয়ে বিদ্যুৎ উপাদনের যে ব্যবস্থা ছিলো, সেটাও ব্যয়বহুল হয়ে পড়ল। এ অবস্থায় সময়মতো রপ্তানি পণ্য জাহাজীকরণ করা এখন শিল্পের জন্য চ্যালেঞ্জিং।
এসময় পোশাক শিল্পকে স্বস্তি দেয়ার জন্য ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রগুলোকে জ্বালানির মূল্যবৃদ্ধির আওতাবহির্ভূত রাখার জন্য অনুরোধ জানান তিনি।
শহিদউল্লাহ আজিম বলেন, বিশ্ব অর্থনীতি পরিস্থিতি ভালো নেই। এই পরিস্থিতিতে সরকার জ্বালানির দাম বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছেন, তার যৌক্তিকতা রয়েছে। তবে এই কঠিন সময়ে শিল্পের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা প্রত্যাশিত ছিলো।
বৈঠকে বিজিএমইএ'র পরিচালক আসিফ আশরাফও উপস্থিত ছিলেন।