প্রচ্ছদ ›› বাণিজ্য

খারকিভে জয়ী ইউক্রেন, দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২২ ১২:৫৭:৩৭ | আপডেট: ৩ years আগে
খারকিভে জয়ী ইউক্রেন, দাবি জেলেনস্কির

যুদ্ধের শুরু থেকেই উত্তর পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারকিভে লাগাতার আক্রমণ চালাচ্ছিল রাশিয়া। কিছুদিন আগে রাশিয়া দাবি করেছিল, খারকিভের অনেকটাই তারা দখল করে নিয়েছে। বস্তুত, ইউক্রেনও রাশিয়ার দাবি কার্যত স্বীকার করে নিয়েছিল। এবার ফের খারকিভ নিজেদের দখলে আসার দাবি করল ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনের একাধিক প্রশাসনিক অফিসার বুধবার বলেছেন, খারকিভের অন্তত চারটি জায়গা থেকে রাশিয়ার সেনাকে সরিয়ে দেওয়া গেছে। খারকিভের উত্তরে ওই শহরগুলি কার্যত পুনর্দখল করেছে ইউক্রেনের সেনা এবং যোদ্ধারা।

জেলেনস্কি যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি অতিরিক্ত জাতীয়তাবাদের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেছেন, “এমনিই যোদ্ধারা রাশিয়াকে আটকে দিতে পেরেছে। অতিরিক্ত জাতীয়তাবাদের আবহ তৈরি করার প্রয়োজন নেই।”

সূত্র: ডিডব্লিউ