খোলাবাজারসহ ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও বেড়েছে ডলারের দাম। খোলাবাজারে ডলারের দাম ছুঁয়েছে ১১৩ টাকা।
সোমবার খোলাবাজারে প্রতি ডলারের দাম ওঠেছে ১১৩ টাকা ৮০ পয়সা।
সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার ডলার বেচাকেনা উম্মুক্ত। এর ফলে অনেকেই এখান থেকে ডলার কিনে শেয়ারবাজারে বিনিয়োগ করছেন।
এর আগে গত ২৭ জুলাই খোলাবাজারে ডলারের দর ১১২ টাকা উঠেছিল।