প্রচ্ছদ ›› বাণিজ্য

গ্রাহক সেবায় এইচএসবিসি’র ক্যাশ-ফ্লো ফোরকাস্টিং টুল

নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২১ ১৩:২৫:৪৬ | আপডেট: ৩ years আগে
গ্রাহক সেবায় এইচএসবিসি’র ক্যাশ-ফ্লো ফোরকাস্টিং টুল

সম্প্রতি এইচএসবিসি ক্যাশ ফ্লো ফোরকাস্টিং টুল চালু করেছে এইচএসবিসি বাংলাদেশ। এর মাধ্যমে আমাদের গ্রাহকরা তাদের ব্যবসায়ের ভবিষ্যত আর্থিক তারল্য পরিস্থিতি বিষয়ে অধিকতর সঠিক পূর্বাভাস পাবেন।

এইচএসবিসি ক্যাশ ফ্লো ফোরকাস্টিং টুলটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘এইচএসবিসিনেট’-এর মাধ্যমে ব্যবহার করা যায়, যা গ্রাহকদের ক্যাশ ম্যানেজমেন্ট পূর্বাভাস বিষয়ক সকল প্রকার সেবা প্রদান করবে।

এ স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের একাউন্টের যাবতীয় তথ্য ব্যবহার তথা গ্রাহকের নিজস্ব অপারেটিং সিস্টেমের সাথে সমন্বয় করা যাবে। তাছাড়া এর মাধ্যমে অপরিশোধিত বিলের তথ্য এবং ভবিষ্যতের যেকোনো আর্থিক কাজের বিবরণ স্বয়ংক্রিয়ভাবে যোগ করা সম্ভব, যার মাধ্যমে গতানুগতিক সময়সাপেক্ষ পূর্বাভাস তৈরির পদ্ধতি এড়ানো সম্ভবপর হবে।

ক্যাশ-ফ্লো ফোরকাস্টিং টুলটি ব্যবহারের ফলে ম্যানুয়্যাল স্প্রেডশিটের মাধ্যমে ক্যাশ ফ্লো পূর্বাভাস তৈরির জটিলতা ও সময় হ্রাস পাবে যা ব্যবসায়ের প্রধান লক্ষ্য অর্জনে সহায়তা করবে ।

এইচএসবিসির ক্যাশ-ফ্লো ফোরকাস্টিং টুল পরবর্তি তিন বছরের পূর্বাভাস তৈরি করতে সক্ষম। এই পূর্বাভাস বিশদভাবে বিশ্লেষণ করে গ্রাহক তার পূর্বাভাস ও প্রকৃত তারল্য পরিস্থিতির পার্থক্য বুঝতে পারবেন। উদ্বৃত্ত বা ঘাটতি সনাক্তকরণের মাধ্যমে দক্ষতার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবেন।

এইচএসবিসি বাংলাদেশের হোলসেল ব্যাংকিংয়ের কান্ট্রি হেড কেভিন গ্রীন বলেন, একটি পরিবর্তনশীল ও গতিশীল বাজারের পরিবেশে ট্রেজারি কর্মকর্তাদের জন্য তারল্য পরিস্থিতির সঠিক এবং সময়মত পূর্বাভাস পাওয়াটা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই পূর্বাভাস শুধুমাত্র যেন স্বল্পমেয়াদের জন্য না হয়ে ভবিষ্যতের দীর্ঘমেয়াদের জন্য হয় সেদিকেও খেয়াল রাখতে হয়। আমার বিশ্বাস, আমাদের ডিজিটাল উদ্ভাবনী পদক্ষেপের অংশ হিসাবে, ক্যাশ-ফ্লো ফোরকাস্টিং টুল ব্যবহার করে ট্রেজারি কর্মকর্তাগন সহজেই পূর্বাভাস তৈরি করতে সক্ষম হবেন।

এ টুল ব্যবহারে অন্যান্য নগদ ও তারল্য ব্যবস্থাপনা সহজতর হবে। এছাড়াও, পেমেন্ট, তারল্য এবং বিনিয়োগ ব্যবস্থাপনাতেও গ্রাহকদের ট্রেজারি বিভাগকে আরও দক্ষ করতে কার্যকর ভূমিকা পালন করবে।