প্রচ্ছদ ›› বাণিজ্য

ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ফের চালু

টিবিপি ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩ ০৮:৫৪:৪৫ | আপডেট: ১০ মাস আগে
ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ফের চালু

ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাব কেটে যাওয়ার পর শুক্রবার রাত থেকে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ফের চালু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোকে ৬ নম্বর বিপদ সংকেত নাময়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলায় কর্মচাঞ্চল্য ফেরে বন্দরে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১৭ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত বন্দর জেটিতে ৫টি জাহাজ ভিড়েছে এবং এসব জাহাজ থেকে মালামাল আনলোড চলছিল।

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) হাবিবুর রহমান জানান, আবহাওয়া অধিদপ্তরের সর্তকতা জারির পর বন্দরে শিপ ও কনটেইনার হ্যান্ডলিং, ডেলিভারি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে তা স্বাভাবিক হয়ে গেছে। সাগরে পাঠিয়ে দেওয়া কনটেইনার জাহাজগুলো শনিবার (১৮ নভেম্বর) প্রথম জোয়ারে আবার জেটিতে নিয়ে আসা হবে। এ লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এর আগে, শুক্রবার দুপুরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলির’ সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় সবোর্চ্চ সতর্কবস্থা অ্যালার্ট ৩ জারি করা হয়। একইসঙ্গে বন্ধ ঘোষণা করা হয় সব ধরনের পণ্য উঠা-নামা। 

বন্দরে অবস্থানরত সব বিদেশি জাহাজের শ্রমিক-কর্মচারীদেরও নিরাপদে নামিয়ে আনা হয়। সম্ভব্য ক্ষয়ক্ষতি এড়াতে বন্দরের জেটিতে অবস্থানরত ২২টি জাহাজকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়।