চলতি অর্থবছরে জনশক্তি রপ্তানির নতুন রেকর্ড গড়বে বলে আশা করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে রপ্তানির ধারা এখনকার মতোই অব্যাহত থাকবে।
শনিবার বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন। রোববার আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উদযাপনের প্রস্তুতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রবাসী কল্যাণ সচিব জানান, “চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ৪ লাখ ১২ হাজার ২৭০ জন (বিএমইটি অনুসারে ৪ লাখ ১৩ হাজার ৫৮৬) মানুষ কর্মসংস্থানের জন্য দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। এই ধারা অব্যাহত থাকলে জনশক্তি রপ্তানির নতুন রেকর্ড স্থাপন করবে বাংলাদেশ।”
তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এ বছর জনশক্তি রপ্তানি মিলিয়ন ল্যান্ডমার্ক অতিক্রম করবে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে ৯ লাখ ৮৮ হাজার ৯২০ জনশক্তি রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের তুলনায় ২৫৩ শতাংশ বেশি।
বিএমইটি'র মতে, চলতি অর্থবছরে প্রথম পাঁচ মাসে প্রায় ৪ লাখ ১৩ হাজার ৫৮৬ জন দেশ ছেড়েছে। যেখানে আগের অর্থবছরের যা ছিল ২ লাখ ৪২ হাজার ৮৬।
ড. আহমেদ মুনিরুস বলেন, রেমিট্যান্স বাড়াতে এবং আরও দক্ষ বা আধা-দক্ষ লোকদের বিদেশে পাঠানোর জন্য দেশজুড়ে আরও বেশি টিটিসি খোলা হচ্ছে। একইসঙ্গে এটিকে সময়োপযোগী ও প্রবাসীবান্ধব করার জন্য বিদ্যমান আইন সংশোধনের প্রক্রিয়া চলছে।