প্রচ্ছদ ›› বাণিজ্য

চামড়ার ন্যায্যমূল্য দিচ্ছেন না ব্যবসায়ীরা, অসন্তুষ্ট বিক্রেতারা

নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২২ ২০:১৮:১১ | আপডেট: ৩ years আগে
চামড়ার ন্যায্যমূল্য দিচ্ছেন না ব্যবসায়ীরা, অসন্তুষ্ট বিক্রেতারা

ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য দিচ্ছেন না বলে দাবি করেছেন বিক্রেতারা। এ নিয়ে বিক্রেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

বিক্রেতাদের দাবি, সিন্ডিকেশনের কারণে প্রকৃত দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

মোঃ রুহুল আমিন নামের এক বিক্রেতা দ্য বিজনেস পোস্টকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি বর্গফুট লবণ ছাড়া কাঁচা চামড়ার দাম ৪০ টাকার উপরে হওয়া উচিত, কিন্তু ব্যবসায়ীরা আমাদের ২৫ টাকা থেকে ৩০ টাকা দিচ্ছে। কিন্তু কেউ কিছু বলার নেই।

কাঁচা চামড়ার যথেষ্ট চাহিদা থাকার ফলে আড়ত মালিকরা তা দ্রুত বিক্রি করতে পারেন বলেও জানান তিনি।

ঈদুল আজহার দ্বিতীয় দিনে দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার বাজার পোস্তায় হাজার হাজার কাঁচা চামড়া এলেও রোববারের তুলনায় চামড়ার দামে কোনো পরিবর্তন হয়নি। যদিও আগের বছরের তুলনায় দাম কিছুটা বেশি।

এই ঈদে প্রতি পিস কাঁচা চামড়া বিক্রি হয় ৭০০ থেকে ৮০০ টাকায়। কিন্তু কিছু উন্নতমানের ও বড় সাইজের কাঁচা চামড়া ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে ছোট সাইজের ও দাগযুক্ত কাঁচা চামড়া বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

এদিকে ছাগলের কাঁচা চামড়া ১০ টাকায় বিক্রি হচ্ছে। এ কারণে ক্ষুব্ধ বিক্রেতারা তা রাস্তায় ফেলে দিচ্ছেন।

ব্যবসায়ীদের দাবি, কাঁচা চামড়ার বেশিরভাগই লবণাক্ত হয় না। এগুলোর পিছনে খরচ করতে হবে ৩০০ টাকা বা তার বেশি, যা তাদের খরচ বাড়িয়ে দেবে।

ব্যবসায়ী শফিকুল ইসলাম দ্য বিজনেস পোস্টকে বলেন, "নানা কারণে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী বিক্রেতাদের মূল্য দিতে পারছি না।"