প্রচ্ছদ ›› বাণিজ্য

চিনি রপ্তানিতে ভারতের বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২২ ১৮:৪৯:৩৯ | আপডেট: ৩ years আগে
চিনি রপ্তানিতে ভারতের বিধিনিষেধ

দেশের বাজারে ঊর্ধ্বগতি ঠেকাতে ভারত চিনি রপ্তানি সীমিত করার পরিকল্পনা করছে। যা গত ৬ বছরের মধ্যে প্রথমবারের মতো এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। খবর রয়টার্স’র।

মঙ্গলবার ভারত সরকার ও শিল্প মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

প্রতিবেদনে জানিয়েছে, চলতি মৌসুমে চিনির রপ্তানি এক কোটি টনে সীমিত করার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আগামী মাসের শুরুর দিকে ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।

দেশটির এক সিনিয়র সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, দেশে চিনি উৎপাদন রেকর্ড পরিমাণ হলেও, রপ্তানির কারণে মজুদ দ্রুত কমে আসছে। অনিয়ন্ত্রিত রপ্তানি দেশের বাজারে ঘাটতি তৈরি করতে পারে এবং এতে দাম বেড়ে যেতে পারে।

আরও পড়ুন- ২.৬৮ বিলিয়ন ডলার কমলো ভারতের রিজার্ভ

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ভোজ্যতেল এবং খাদ্যশস্যের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার স্বাভাবিকভাবেই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন বলে উল্লেখ করেন তিনি।

ব্রাজিলে চিনির কম উৎপাদন এবং তেলের দাম বৃদ্ধির কারণে দেশটির প্রতিষ্ঠানগুলো আখ-ভিত্তিক ইথানল উৎপাদন করায় বিশ্বজুড়ে এই খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে।

প্রাথমিকভাবে ভারত চিনি রপ্তানির পরিমাণ ৮০ লাখ টনে নামিয়ে আনার পরিকল্পনা করলেও পরবর্তীতে দেশটির সরকার উৎপাদন বৃদ্ধির আশায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিশ্ববাজারে আরও কিছু চিনি বিক্রি করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এ বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

২০১৬ সালে ভারত চিনি রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের পর রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। কিন্তু গত ২ বছরে ১৪ মিলিয়ন টনেরও বেশি রপ্তানির পরও দেশটির সরকার অগ্রাধিকারভিত্তিতে স্থানীয় চাহিদা মেটাতে চিনি উৎপাদনের ওপর নজর দিয়েছে।