প্রচ্ছদ ›› বাণিজ্য

চীনে ৯৯ শতাংশ পণ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২২ ১১:৫৮:১৪ | আপডেট: ৩ years আগে
চীনে ৯৯ শতাংশ পণ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ

চীনের অভ্যন্তরীণ বাজারে বাংলাদেশ ৯৯ শতাংশ পণ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকালে বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে চীন আরও ১ শতাংশ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সে কারণে বাংলাদেশ এখন থেকে চীনের বাজারে ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে।

আরও পড়ুন-  বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক বৈঠকে ৪ চুক্তি সই

এর মধ্যে পোশাক শিল্পসহ অন্যান্য পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে বলেও জানান তিনি। এই সুবিধা চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

চীনে বাংলাদেশের প্রধান রফতানি পণ্য হচ্ছে ওভেন গার্মেন্টস, নিটওয়্যার, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, পাট ও পাটজাত পণ্য এবং প্লাস্টিক পণ্য।