সরকারিভাবে বলা হলেও ২০২৩ সালের জানুয়ারিতে ডলারের সংকট শেষ হবে না। তবে সরকার সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারলে এ সংকট কেটে উঠতে অন্তত ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।
শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজিত ‘সঙ্কটে অর্থনীতি: কর্মপরিকল্পনা কী হতে পারে?’ নামে এক সংলাপে তিনি এ কথা বলেন।
পিআরআই নির্বাহী পরিচালক বলেন, ‘সরকারিভাবে বলা হলেও জানুয়ারিতে ডলার সংকট শেষ হবে না। কারণ- রপ্তানিতে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, জনশক্তি রপ্তানি বাড়লেও রেমিটেন্স বাড়ছে না। এছাড়াও ঋণ পরিশোধে চাপ রয়েছে। ফলে ডলার সংকট এত তাড়াতাড়ি শেষ হবে না।’
কিন্তু সরকার যদি সবকিছু ভালোভাবে পরিচালনা করতে পারলেও এ সংকট থেকে কাটিয়ে উঠতে অন্তত ৬ মাস সময় লাগবে বলে জানান তিনি।
রিজার্ভের বিষয়ে এই অর্থনীতিবিদ বলেন, ‘রিজার্ভের পরিমাণ এখন ২৪ বিলিয়ন মার্কিন ডলার দেখালেও এ রিজার্ভের কোনো আন্তর্জাতিক ভিত্তি নেই।’
ব্যাংকিং সুশাসনের বিষয়ে তিনি বলেন, ‘ব্যাংকিং ক্ষেত্রে সরকারের উচিত শক্ত অবস্থানে থেকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া। এতে কিছু ব্যাংক বন্ধ হলেও, বাকীদের শিক্ষা হবে।’