প্রচ্ছদ ›› বাণিজ্য

জাপানে বিএসইসির ‘ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব’ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২২ ১৭:৩৩:৪২ | আপডেট: ২ years আগে
জাপানে বিএসইসির ‘ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব’ মঙ্গলবার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর উদ্যোগে আগামী ২৯ নভেম্বর জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব’। আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় প্রোগ্রামটি শুরু হবে।

সোমবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে জাপানে এ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টোকিওতে এএনএ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সংক্রান্ত প্রেজেন্টেশন করবেন। আর বিএসইসির কমিশনার ড.শেখ শামসুদ্দিন আহমেদ পোর্টফলিও ইনভেস্টমেন্ট প্রোগ্রেস সংক্রান্ত প্রেজেন্টেশন করবেন। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপানের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।