জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নে স্বল্পসুদে দুই হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকল্পের অধীনে এ স্কিমের সুদহার হবে ৪.৫ শতাংশ।
বৃহস্পতিবার এমন নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি (বিআরপিডি) বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী ঋণ নিতে পারেন গ্রাহকরা। তবে ঋণের সর্বোচ্চ সীমা কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়নি। তবে ঋণ আবেদনের সময়সীমা ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংকগুলো সর্বোচ্চ ১২ বছর মেয়াদে ঋণ বিতরণ করতে পারবে। সেক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের গ্রেস পিরিয়ড থাকবে।
এছাড়া ডকইয়ার্ড নির্মাণ, জমি ক্রয়, বা ইজারার জন্য কোন ঋণ অনুমোদিত নয়। এই স্কিম থেকে নেয়া ঋণ অন্য কোনও ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা যাবে না।
ওয়ার্কিং ক্যাপিটাল লোনও স্কিমের অধীনে এক বছরের জন্য প্রযোজ্য হবে। তবে ব্যবসা ভালো থাকলে ঋণ নবায়ন করা যাবে। তবে ঋণ (ওয়ার্কিং ক্যাপিটাল) ৩ বছরের বেশি নবায়ন করা যাবে না।