মুন্নু সিরামিক থেকে পণ্য কিনলেই আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন জিপি স্টার গ্রাহকরা।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে এ উপলক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ ইসলাম এবং গ্রামীণফোনের হেড অব প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান।
এ চুক্তির ফলে গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহকরা মুন্নু সিরামিকের সকল পণ্যে আকর্ষণীয় সব সুবিধা উপভোগ করবেন।
জানা যায়, মুন্নু সিরামিক থেকে যে কোনো পণ্যে সর্বোচ্চ ১২ শতাংশ ডিসকাউন্ট পাবেন জিপি স্টার গ্রাহকরা। এ সুবিধা উপভোগ করা যাবে অসংখ্যবার।
এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান বলেন, গ্রাহকদের সহজ জীবন-যাপনে বিশ্বাস করে গ্রামীণফোন। সম্ভাব্য সকল উপায়ে গ্রাহকদের নানা ধরনের সুবিধা দিতে চাই আমরা। মানুষ এখন লাইফস্টাইল নিয়ে অনেক সচেতন। তাই মুন্নু সিরামিক থেকে পণ্য কেনায় আমরা ডিসকাউন্ট সুবিধা নিয়ে এসেছি।
মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ ইসলাম বলেন, গ্রামীণফোনের সাথে এ চুক্তির ফলে বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সিরামিক পণ্যের সর্ববৃহৎ উৎপাদক প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনের গ্রাহকদের লাইফস্টাইলের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করবো আমরা।