বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা গেছে, সোমবার দুদক সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ঘটনাস্থলে অফিস পরিদর্শন করে এবং নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ বেশ কিছু রেকর্ড সংগ্রহ করে দুদকের একটি দল।
এ প্রসঙ্গে এমডি ও পরিচালক (প্রশাসন) সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে দুদক।
সম্প্রতি ৫১২ কর্মচারী নিয়োগের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পরীক্ষা নিয়েছে জীবন বীমা কর্পোরেশন। এসময় জহুরুল হকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ৪০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করার অভিযোগ পেয়েছে দুদক।
ঘটনার সত্যতা উদঘাটনের জন্য এ সংক্রান্ত আরো তথ্য প্রমাণ ও রেকর্ড সংগ্রহের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দাখিল করবে দুদকের ওই দলটি।
দুদক টিম সত্য জানার জন্য আরও তথ্য, প্রমাণ এবং রেকর্ড সংগ্রহের পর কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।