প্রচ্ছদ ›› বাণিজ্য

জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৪.৭২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০২ আগস্ট ২০২২ ১৪:১৩:০৯ | আপডেট: ২ years আগে
জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৪.৭২ শতাংশ

বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলার বা ১৪ দশমিক ৭২ শতাংশ রপ্তানি বৃদ্ধি পেয়েছে। যেখানে সরকারের লক্ষ্যমাত্রা ছিলো ৩ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

দেশের গার্মেন্টস পণ্য রপ্তানিতে ঊর্ধ্বমুখী হওয়ায় জুলাই মাসে এ খাতে রপ্তানি আয় হয়েছে ৩ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছর এ সময়ের তুলনায় প্রায় ১৬ দশমিক ৬ শতাংশ বেশি এবং সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৬ দশমিক ৪৫ শতাংশ বেশি।

২০২১-২২ অর্থবছরের এ সময়ে গার্মেন্টস পণ্য রপ্তানিতে করে আয় হয়েছে ২ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। তখন সরকারের নির্ধারিত লক্ষমাত্রা ছিলো ৩ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

এছাড়া কৃষি খাতের আয় ৩৪ দশমিক ৮৯ শাতাংশ কমে ৬৩ দশমিক ৯১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাট ও পাটজাত পণ্য খাতের আয় ৫ দশমিক ৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৯১ মিলিয়ন ডলারে।