সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে। আজ টপ টেন লুজারের তালিকায় থাকা ১০ টিই বীমা খাতের কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৪.৮২ শতাংশ কমেছে। আজ শেয়ারটির সবশেষ দর ছিল ৪৪.৫০ টাকা।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৬৮ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৪.০১ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৩.৯৯ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩.৯৩ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩.৮৯ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.৮১ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৩.৬২ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ৩.৫০ শতাংশ এবং মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৪১ শতাংশ কমেছে।