প্রচ্ছদ ›› বাণিজ্য

টানা ৬ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২১ ১৬:১৭:২০ | আপডেট: ৩ years আগে
টানা ৬ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিনের ছুটির ফাঁদে পড়ছে দিনাজপুরের হিলি স্থলবন্দর।

এ সময় ভারতে বন্দরের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ ছুটিতে হিলি বন্দরে পণ্য খালাস এবং ভারতের আটকেপড়া বাংলাদেশী পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ছুটিতে বন্দরের সঙ্গে সকল ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

আগামী ১৭ অক্টোবর সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হবে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান, দুর্গা পূজার ছুটির কারণে হিলি বন্দর দিয়ে টানা ছয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিএন্ডএফ থেকে পত্র দিয়ে আমাদের জানিয়েছেন।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অতিশ কুমার শ্যানাল জানিয়েছেন, পূজা উপলক্ষে ভারত থেকে ৬ দিন কোনো প্রকার পণ্য আমদানি-রপ্তানি হবে না। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, বন্দরে পূজার ছুটিতে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।