প্রচ্ছদ ›› বাণিজ্য

টেকসই প্রবৃদ্ধির পথে এগোচ্ছে দেশের পোশাক শিল্প: বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২২ ২০:২৮:৪৭ | আপডেট: ২ years আগে
টেকসই প্রবৃদ্ধির পথে এগোচ্ছে দেশের পোশাক শিল্প: বিজিএমইএ সভাপতি
ফাইল ছবি

বাংলাদেশকে বিশ্বের অন্যতম নিরাপদ এবং পরিবেশবান্ধব পোশাকের গন্তব্য বলে উল্লেখ করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্প অব্যাহতভাবে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এছাড়াও বিশ্বে 'মেইড ইন বাংলাদেশ' ট্যাগযুক্ত পোশাকের প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস বেড়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে (আইটিসি) আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন বিজিএমইএ সভাপতি।

বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্বের অন্যতম নিরাপদ এবং পরিবেশবান্ধব হিসেবে উপস্থাপন এবং এ ক্ষেত্রে শিল্পের অর্জনগুলো তুলে ধরেন তিনি।

ফারুক হাসান বলেন, “কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে বাংলাদেশ।”

ফারুক হাসান বলেন, পোশাক শিল্পে টেকসই উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেয় বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশে সর্বাধিক সংখ্যক সবুজ কারখানার উপস্থিতি পরিবেশগত টেকসই উন্নয়নের প্রতি আমাদের প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি জানান, শিল্পব্যাপী “ইএসজি ডিজিটাল ক্লাউড বেজড ডেটা ডিসক্লোজার প্ল্যাটফর্ম”-এর একটি উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। যার মাধ্যমে বিজিএমইএ'র সকল সদস্য কারখানা ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের ডেটা প্রকাশ করবে। এতে করে একটি শিল্প ইএসজি ড্যাশবোর্ড তৈরি করতে সক্ষম হবে বিজিএমইএ।

তিনি আরও বলেন, শিল্পে টেকসই, উৎপাদনশীলতা ও উদ্ভাবন বাড়ানোর জন্য "উদ্ভাবন, দক্ষতা ও ওএসএইচ কেন্দ্র" প্রতিষ্ঠা করেছে বিজিএমইএ।

বাংলাদেশের পোশাক শিল্পের প্রশংসনীয় ভালো চর্চাগুলো গ্লোবাল অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে, আইটিসি'র সর্বশেষ প্রকাশনায় স্থান পাওয়ার জন্য আইটিসিকে ধন্যবাদ জানান বিজিএমইএ সভাপতি।

এদিকে আইটিসি’র প্রকাশনায় বিজিএমইএ “ইফেক্টিভ ম্যানেজমেন্ট অব ইন্ডাষ্ট্রি” বিভাগে সেরা অনুশীলনের কেস স্টাডি হিসাবে নির্বাচিত হয়েছে।

তিনি বলেন, এই স্বীকৃতি আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য অনুপ্রাণিত করবে। পাশাপাশি এটি অন্যান্য দেশকেও অনুপ্রাণিত করবে আমাদের এই দৃষ্টান্ত অনুসরণ করতে।