প্রচ্ছদ ›› বাণিজ্য

টেক্সটাইল, আইটিসহ অধিকাংশ খাতের দরপতন

নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২২ ১১:১১:৫৩ | আপডেট: ৩ years আগে
টেক্সটাইল, আইটিসহ অধিকাংশ খাতের দরপতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববারের মতোই সোমবারও অধিকাংশ খাতের দরপতনের ধারা অব্যাহত রয়েছে। এদিন লেনদেনের শুরুতেই তিনটি সূচকের পতন হয়।

লেনদেনের ১ ঘণ্টার মাথায় টেক্সটাইল খাতে ৫৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে, আর্থিক প্রতিষ্ঠান খাতে ৫৭ শতাংশ এবং আইটি খাতে কমেছে ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর। এছাড়া অন্যান্য খাতেও ৫০ শতাংশের বেশি কোম্পানির শেয়ারের দর কমেছে।

লেনদেনের ১ ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করে ৬ হাজার ৭৪৮ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৬৬ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান কর ২ হাজার ৪৭৯ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হয়েছে ১৭৫ কোটি টাকার।