ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সোমবারের ধারাবাহিকতায় মঙ্গলবারও অধিকাংশ খাতের দর বৃদ্ধিতে চলছে লেনদেন।
আজ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এতে তিনটি সূচকেরই ঊর্ধ্বমুখী।
আজ টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, সিরামিকস, বিমা, ওষুধ, খাদ্যসহ বেশিরভাগ খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
লেনদেনের আধা ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৬ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৯ এবং ডিএস৩০ সূচক দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩১০ পয়েন্টে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৯১ কোটি টাকার।