প্রচ্ছদ ›› বাণিজ্য

টেক্সটাইল, তেল ও প্রকৌশল খাত বাড়ালো সূচক

নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২২ ১৬:০৩:৫০ | আপডেট: ৩ years আগে
টেক্সটাইল, তেল ও প্রকৌশল খাত বাড়ালো সূচক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শুরুতে বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দরপতন হলেও শেষ হয়েছে দরবৃদ্ধিতে। এতে দিনের শুরুতে সূচকের পতন দেখা গেলেও ঊর্ধ্বমুখী প্রবতাণতায় শেষ হয়েছে লেনদেন। এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও।

লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৫৩০ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৩৬ পয়েন্টে লেনদেন শেষ হয়।

এদিন, ওষুধ খাতে দর বেড়েছে ২৩টি কোম্পানির, প্রকৌশলে ২৮টির, ব্যাংকে ১৭টির, টেক্সটাইলে ৩৬টির, তেল ও বিদ্যুতে ২০টি কোম্পানির, বিমা খাতে ২১টি কোম্পানির দর বেড়েছে।

আজ খাতভিত্তিক দর বৃদ্ধি হয়েছে ৫০ থেকে ৮৬ শতাংশ পর্যন্ত।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার।