প্রচ্ছদ ›› বাণিজ্য

টেক্সটাইল, প্রকৌশলসহ অধিকাংশ খাতের দরবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০২২ ১৪:৪৪:০৩ | আপডেট: ৩ years আগে
টেক্সটাইল, প্রকৌশলসহ অধিকাংশ খাতের দরবৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রোববার টেক্সটাইল ও প্রকৌশল খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এছাড়া, ওষুধ, তেল ও বিদ্যুৎ এবং আইটি খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরও ছিল ঊর্ধ্বমুখী। এদিন, গত বৃহস্পতিবারের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণও।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯৭০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৭০ লাখ টাকার।

লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৭ এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে পৌঁছায় ২ হাজার ৪৪৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৬টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দর।