প্রচ্ছদ ›› বাণিজ্য

টেক্সটাইল, প্রকৌশল, বিমা খাত বাড়িয়েছে সূচক

নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২২ ১৪:৫০:৩৮ | আপডেট: ৩ years আগে
টেক্সটাইল, প্রকৌশল, বিমা খাত বাড়িয়েছে সূচক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টেক্সটাইল, প্রকৌশল, বিমাসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দর বেড়েছে। সেই সাথে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও।

লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৭৬৩ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক মাইনাস ৪৮ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৪৬৪ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয় ২ হাজার ৪৭১ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৯৭৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৪৯ কোটি টাকা বেশি। গতকাল ৯২৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, দর কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের দর।