প্রচ্ছদ ›› বাণিজ্য

ট্যাক্স রিটার্ন জমা দেয়ার সময়সীমা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২২ ২১:১৯:২৬ | আপডেট: ২ years আগে
ট্যাক্স রিটার্ন জমা দেয়ার সময়সীমা বেড়েছে

ট্যাক্স রিটার্ন জমা দেয়ার সময়সীমা বাড়িছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার সময়সীমা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকারি এই সংস্থাটি।

প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি বিবেচনায় সময়সীমা ১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

এর আগে, পৃথক করদাতাদের কাছ থেকে সাড়া কম পাওয়ার কারণে রাজস্ব বোর্ড রিটার্ন জমা দেয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত বাড়িয়েছিল।