আন্তঃব্যাংক বিনিময় হার প্রতি মার্কিন ডলার ৮৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম দ্য বিজনেস পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার থেকে নতুন বিনিময় হার কার্যকর হবে।
আগের দিন, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) চারটি বিভাগের অধীনে অভিন্ন ডলারের বিনিময় হারের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংককে একটি চিঠি পাঠিয়েছিল।
ওই চিঠিতে, দুটি শীর্ষ সংস্থা আন্তঃব্যাংক বিনিময় হার ৮৭.৯০ টাকায় বিদ্যমান হারের পরিবর্তে মার্কিন ডলার প্রতি ৮৯.৮০ টাকা নির্ধারণের অনুরোধ জানায়।