প্রচ্ছদ ›› বাণিজ্য

ডলারের দাম বেড়ে ১১৫ ইয়েন, সাড়ে ৪ বছরে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২১ ১৫:৫৫:৪৬ | আপডেট: ৩ years আগে
ডলারের দাম বেড়ে ১১৫ ইয়েন, সাড়ে ৪ বছরে সর্বোচ্চ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পাচ্ছেন জেরোমে পাওয়েল। এতে বাজারে প্রত্যাশা তৈরি হয় যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিনি মুদ্রানীতি কঠোর করবেন।

এএফপি’র খবরে বলা হয়, আর এমন খবরেই বাজারে শক্তিশালী হয়ে ওঠে ডলার। জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে এক ডলারের দাম ২৪ নভেম্বর দাঁড়িয়েছে ১১৫.০৮ ইয়েন, যা সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ।

গতকাল মঙ্গলবার ডলারের দাম বেড়ে হয় ১১৫.১৬ ইয়েন, যা ২০১৭ সালের মার্চের পর থেকে সর্বোচ্চ।

২০১৮ সালে পাওয়েলকে প্রথম নিয়োগ দিয়েছিলেন ওই সময়ের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা মহামারির সময় তার অর্থনৈতিক ব্যবস্থাপনা সক্ষমতার প্রশংসা করেছিলেন তিনি।

এবার দ্বিতীয়বারের মতো তাকে পছন্দ করলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ মনোনয়ন সিনেটে অনুমোদিত হলেই দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করবেন পাওয়েল।

তিনি ফেডারেল রিজার্ভের চেয়ার হিসেবে ২০২২ সাল থেকে আরো ৪ বছর দায়িত্ব পালন করবেন।