প্রচ্ছদ ›› বাণিজ্য

ডলার কারসাজি: সেই ৬ ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২২ ১৬:৫৩:৫০ | আপডেট: ২ years আগে
ডলার কারসাজি: সেই ৬ ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ

বৈদেশিক মুদ্রাবাজার অস্থিতিশীল করে তোলার অভিযোগে ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার ব্যাংকগুলোর এমডিদের এই চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

চিঠি পাওয়া ব্যাংকগুলো হলো- দেশীয় ডাচ্‌-বাংলা, সাউথ ইস্ট, প্রাইম, দি সিটি, ব্র্যাক ও বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

এর আগে এসব ব্যাংকের ট্রেজারিপ্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংক বলছে, কিছু কিছু ব্যাংক ডলারের বাজারকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এক মাসে ৪০০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছে অনেক ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘চিঠিতে ছয় এমডিকে বলা হয়েছে- এ ঘটনার পেছনে কারা দায়ী, তা জানাতে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে ডলার কেনাবেচায় মানি এক্সেচেঞ্জগুলোকে মুনাফার সীমা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক।

মানি এক্সচেঞ্জ যে দামে ডলার কিনবে, তার চেয়ে ১ থেকে সর্বোচ্চ দেড় টাকা বেশি দামে বিক্রি করতে পারবে। ডলারের বাজার স্থিতিশীল করতে মুনাফার এ সীমার কথা মানি এক্সচেঞ্জ এসোসিয়েশনকে জানিয়ে দেয়া হয়েছে।