প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে অধিকাংশ খাতের দরপতনে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ ২০২২ ১১:১১:০৯ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে অধিকাংশ খাতের দরপতনে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার পাট বাদে বাকি সব খাতের কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। এতে প্রধান সূচকসহ তিনটি সূচকেরই পতন হয়েছে।

লেনদেন শুরুর ১ ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করে ৬ হাজার ৭১৮ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৪ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ৪৪১ পয়েন্টে।