প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে এক বছরে সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৭:৪৫ | আপডেট: ২ years আগে
ডিএসইতে এক বছরে সর্বোচ্চ লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। আজ ডিএসইতে ২ হাজার ৮০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। যা গত ১ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

এর আগে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর ডিএসইতে ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিলো।

মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৮৪২ কোটি ৪৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৮ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪০১ পয়েন্টে।