প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে কমলো লেনদেন

নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২১ ১৫:৩৩:৫০ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে কমলো লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে গতদিনের তুলনায় কমেছে লেনদেন। তবে লেনদেন শেষ হয়েছে সবকটি সূচকেরই কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায়।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৬৫ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬১ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৩৮ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। যা গত দিনের তুলনায় সাড়ে ৩০০ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৫টির, দর কমেছে ৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।