সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ খাতের দর কমেছে। এতে পতন হয়েছে প্রধান সূচকের।
দিনের লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে, শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪১ পেয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই৩০ সূচক ১.৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।
সোমবার ডিএসইতে হাতবদল হওয়া ৩৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দর।