নূর মোহাম্মদ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের সর্বনিম্ন লেনদেন হয়েছে বুধবার। এদিন, লেনদেন নেমেছে ৬৫৬ কোটিতে। এর আগে গত বছরের ২১ ডিসেম্বর লেনদেন হয়েছিল ৬৫২ কোটি টাকা।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা গতকালের চেয়ে ১৪২ কোটি টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৭৯৮ কোটি ৯১ লাখ টাকার।
২০২২ সালে লেনদেনের প্রথম দিন শেষ হয় ৮৯৪ কোটি ১৭ লাখ টাকায়। এরপর জানুয়ারি মাসজুড়েই লেনদেন ছিল ১ হাজার কোটির উপরে। কিন্তু ২২ ফেব্রুয়ারিতে লেনদেন নেমে আসে ৯০৮ কোটি ৮২ লাখ টাকায়। এরপর কিছুটা বাড়লেও বুধবার লেনদেন কমে দাঁড়ায় ৬৫৬ কোটি টাকায়, যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন ।
বুধবার সব খাতেরই বড় রকম দরপতন হয়েছে। এর মধ্যে সিমেন্ট, টেলিকমিউনিকেশন ও সিরামিকস- এ তিন খাতের একটি কোম্পানির শেয়ারের দামও বাড়েনি। এতে সূচক নেমেছে ৬ হাজার ৭০০ এর নিচে।
লেনদেন শেষে, ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ৬৯৯ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১০ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৪৪৩ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ৪৭০ পয়েন্টে।
আজ ডিএসইতে হাতবদল হওয়া ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ২৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।