প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে দাম বেড়েছে মাত্র ১০ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩৭:৩৭ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে দাম বেড়েছে মাত্র ১০ কোম্পানির

গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারের ধারবাহিকতায় রোববারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে ব্যাপক দরপতন হয়েছে। এদিন মাত্র ১০টি কোম্পানি ছাড়া দাম কমেছে বাকি সব কোম্পানির শেয়ার ও ইউনিটের।

ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে বিনিয়োগকারীরা খুব সতর্ক অবস্থায় রয়েছেন, যে কারণে বাজারে এ নেতিবাচক প্রবণতা বলে ধারণা করা হচ্ছে।

এদিন লেনদেন নেমেছে ৯১৬ কোটি ২৮ লাখ টাকায়। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫০ কোটি টাকার। 

রোববার লেনদেন শুরুর পর থেকেই দরপতন হতে থাকে। এদিন সব খাতের কোম্পানির শেয়ার ও ইউনিটের দামই ব্যাপকভাবে কমেছে।

লেনদেন শেষে দেখা যায়, ইন্স্যুরেন্স, তেল ও বিদ্যুৎ, অর্থনৈতিক প্রতিষ্ঠান, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম শতভাগ কমেছে।

এছাড়া, খাদ্য, টেনারি, আইটি, সেবা ও আবাসন, টেলিকমিউনিকেশন, সিরামিকস, জুট ও কর্পোরেট বন্ডের দামও শতভাগ কমেছে।

আজ দাম বৃদ্ধি হওয়া ১০ কোম্পানি হলো- সোনালী পেপারস অ্যান্ড বোর্ডস লিমিটেড, এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেম লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, ইয়াকিন পলিমার লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, পেনিনসুলা চিটাগং লিমিটেড, সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড, পুবালী ব্যাংক লিমিটেড।

এদিন লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর কমেছে ৩৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির দর।