প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে দীপ্তি ছড়ালো টেক্সটাইল খাত

নিজস্ব প্রতিবেদক
০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৩:১৩ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে দীপ্তি ছড়ালো টেক্সটাইল খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে টেক্সটাইল খাতের ওপর ভর করে ঘুরলো সূচক। এদিন, সূচকের উত্থানে এ খাতের কোম্পানিগুলোর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। 

ডিএসই সূত্র জানায়, লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৮১ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫১২ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬০৪ পয়েন্টে।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৫০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।