দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০২২ সালে মোবাইলের মাধ্যমে লেনদেন বেড়েছে। এ বছরের মোট লেনদেনের ১২.৮৩ শতাংশই সম্পন্ন হয়েছে মোবাইলের মাধ্যমে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২ সাল শেষে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা দাঁড়ায় ৭৭ হাজার ১০৩ জনে। ২০২২ সালে মোবাইলের মাধ্যমে মোট ১ কোটি ৩১ লাখ (১৩.১০ মিলিয়ন) আদেশ পাঠানো হয়। এর মধ্যে ১ কোটি ৮ লাখ ৫ হাজার আদেশ কার্যকর হয়৷
মোবাইলে মোট লেনদেন
এ বছর মোবাইলের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ৭৯৮ কোটি টাকা। এর মধ্যে ক্রয়ের পরিমাণ ছিল ১৫ হাজার ৩৫৩ কোটি টাকা। এবং বিক্রয়ের পরিমাণ ছিল ১৪ হাজার ৭২৬ কোটি টাকা।
অপরদিকে ২০২১ সালে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ছিল ৭৭ হাজার ৫৮ জন৷ এর মধ্যে ১ কোটি ৩৮ লাখ আদেশ কার্যকর হয়৷ ২০২১ সালে মোবাইলের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪ হজার ২৬৮ কোটি টাকা।
যা ওই বছরের মোট লেনদেনের ১২.০৬ শতাংশ৷ এর মধ্যে ক্রয়ের পরিমাণ ছিল ২ হাজার ১৭৮কোটি টাকা। এবং বিক্রয়ের পরিমাণ ছিল ২ হাজার ৮৯ কোটি টাকা।
ডিএসই মোবাইল অ্যাপে তিন ধরনের সংস্করণ রয়েছে। এর একটি ব্রোকার হাউজগুলোর জন্য, অন্য দুটি সাধারণ বিনিয়োগকারীদের। যার একটি দিয়ে শেয়ার কেনাবেচা করা যায়। অপরটি দিয়ে শুধু লেনদেনের অবস্থা দেখা যায়।
মোবাইল অ্যাপসের যাত্রা
২০১৬ সালের ৯ মার্চ থেকে ডিএসইতে মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করে। শুরুতে তেমন জনপ্রিয়তা না পেলেও বর্তমানে প্রযুক্তিপ্রেমী বিনিয়োগকারীদের মধ্যে অ্যাপভিত্তিক লেনদেনের জনপ্রিয়তা বাড়ছে।