বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৭৭০ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ২৩১ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৬২ কোটি ৪৪ লাখ ৪১ হাজার ১৪৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪১.১৮ শতাংশ।
ডিএসই'র সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪৫ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ২৩০টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির ১৫ লাখ ৭০ হাজার ২১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ১৯ লাখ টাকা ৪১ হাজার টাকার।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫০ লাখ ১৪ হাজার ৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৫ কোটি ৪৯ লাখ ২৯ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, কেডিএস অ্যাক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশন, তিতাস গ্যাস, ফরচুন সুজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে যারা
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এইচ.আর টেক্সটাইল লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২১.৪০ শতাংশ বেড়েছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৪ দশমিক ৯৭ শতাংশ।
ওরিয়ন ইনফিউশন লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১১ দশমিক ৯১ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, অ্যারামিট সিমেন্ট, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, এম.এল ডাইং, এআইবিএল মুদরাবা পারপেচ্যুয়াল বন্ড।
সাপ্তাহিক দরপতনের শীর্ষে যারা
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৪৪ শতাংশ।
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৩৯ শতাংশ।
ফরচুন সুজ ৯.২৯ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা ইন্স্যুরেন্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, শাইনপুকুর সিরামিকস, প্রভাতি ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ ফাইন্যান্স ও শ্যামপুর সুগার মিলস লিমিটেড।