ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এ দিন গতকালের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণও।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৪২ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪১ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৫২৩ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। যা গতকালের চেয়ে ১২৬ কোটি টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৭৪৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮৬টির, দর কমেছে ৬৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের।