প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসইতে ৫ মাসে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২১ ১৫:৩৮:১৭ | আপডেট: ৩ years আগে
ডিএসইতে ৫ মাসে সর্বনিম্ন লেনদেন

গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেনে বুধবার শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এ দিন সবগুলো সূচকেরই পতন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স মাত্র ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৯৮ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ডিএসইএস ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬১ পয়েন্টে। অপর সূচক ডিএস৩০ বিশ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮৫ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ টাকা। যা গত ৫ পাঁচ মাস তথা চলতি বছরের ২৯ জুনের পর সর্বনিম্ন। ২৯ জুন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৮ কোটি ৮ লাখ টাকা। এরপর বুধবারের আগে ডিএসইতে আর ১ হাজার ২০০ কোটি টাকার নিচে লেনদেন হয়নি।

এ দিন ডিএসইতে আগের দিনের তুলনায় ১৪০ কোটি টাকা কম লেনদেন হয়েছে। গত দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৫ কোটি ১১ লাখ টাকা।

মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।