ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বন্ধের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে
এর আগে ট্রেডিং সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে সোমবার লেনদেন বন্ধ ছিলো। অন্যান্য দিনের মতো আজও সকাল সাড়ে ৯টায় দিনের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছিল। তবে ১০টা ৫৮ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে লেনদেন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পরে বেলা ২টায় পুনরায় লেনদেন শুরু হয় এবং ২ টা ২৫ মিনিট পর্যন্ত লেনদেন চলে। বাকি ৫ মিনিট ছিল পোস্ট ক্লোজিং সেশন।
বিএসইসির পরিচালক মোহামম্মদ আবুল হোসাইনকে প্রধান করে ৫ সদস্যের এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদনের ফলাফল জমা দিতে বলা হয়েছে।