প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিএসই'র মুনাফা বেড়েছে ১০.৭১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২২ ২০:৪৭:৫৬ | আপডেট: ২ years আগে
ডিএসই'র মুনাফা বেড়েছে ১০.৭১ শতাংশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ২০২১-২২ অর্থবছরে লেনদেন বৃদ্ধির কারণে মুনাফা ১০ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২৪ কোটি টাকা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ২০২১ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচ্য সময়ের আর্থিক প্রতিবদেন অনুসারে, স্টক এক্সচেঞ্জটির ২০২২ অর্থবছরে ১২৪ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের অর্থবছরে ১১২কোটি টাকা মুনাফা করেছিল প্রতিষ্ঠানটি।

ডিএসইর শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের অর্থবছরের ৬৩ পয়সা বিপরীতে চলতি অর্থবছরে ৬৯ পয়সা হয়েছে।

ডিএসই এই বছরের ৩০ জুন শেষ হওয়া বছরের জন্য শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ দশমিক ৭৯ টাকা।

প্রস্তাবিত লভ্যাংশ আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

বোর্ড সভায় ডিএসই তাদের বোর্ড সদস্য নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করে।