প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিবিএইচ’র পর্ষদ সভা ১৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২২ ১৩:০৬:১৬ | আপডেট: ৩ years আগে
ডিবিএইচ’র পর্ষদ সভা ১৭ এপ্রিল

পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ)।

আগামী ১৭ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

সোমবার ডিএসই’র ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সভায় ৩১ মার্চ ২০২২ শেষ হওয়া (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য বিষয় নিয়ে আলেচনা হবে।

কোম্পানিটি ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।