প্রচ্ছদ ›› বাণিজ্য

ডিসিসিআই সভাপতি হিসেবে পুনঃর্নির্বাচিত রিজওয়ান রহমান

নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২১ ১৬:২৪:২৮ | আপডেট: ৩ years আগে
ডিসিসিআই সভাপতি হিসেবে পুনঃর্নির্বাচিত রিজওয়ান রহমান

২০২২ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রহমান।

বুধবার ডিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি পদে আরমান হক এবং সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন পুনঃনির্বাচিত হয়েছেন।

বুধবার ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ৬০তম বার্ষিক সাধারণ সভায় নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া নবনির্বাচিত পরিচালকরা হলেন- মালিক তালহা ইসমাইল বারী, মো. আব্দুল মান্নান, মো. হাবিব উল্লাহ তুহিন, মো. জুনায়েদ ইবনে আলী, সমীর সাত্তার এবং এসএম গোলাম ফারুক আলমগীর।