পুঁজিবাজারে বর্তমানে ডে ট্রেডার (প্রতিদিন শেয়ার কেনা বেচা করেন) বেশি, ইনভেস্টর (দীর্ঘ মেয়াদি বিনিয়োগকারী)কম। ফলে শেয়ারবাজারে কয়েকদিন পতন হলেই লোকসান বেড়ে যাওয়ায় আতঙ্ক বেড়ে যায় বলে মনে করছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম।
রোববার পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন সিএমজেএফ কার্যালয়ে আয়োজিত নতুন কমিটিবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, পুঁজিবাজার নিয়ে হঠাৎ করে কিছু কিছু নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়। আমরা পুঁজিবাজারকে যখনই গুছিয়ে একটি পর্যায়ে নিয়ে আসি তখনই এ ধরনের খবর প্রকাশ করা হয়। এতে বাজারে থেকে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়ে যায়। এরপর আবার নতুন করে আমাদের পুঁজিবাজারকে নিয়ে ভাবতে হয়।
পুঁজিবাজারের স্বার্থে সঠিক ও সত্য সংবাদ প্রকাশের অনুরোধ জানান বিএসইসি চেয়ারম্যান।
অনুষ্ঠানে সিএমজেএফ নতুন ও সাবেক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।