দেশের নতুন বেসরকারি এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রা কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার প্রথম ফ্লাইট ২এ-৪৪১ শতভাগ যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে প্রথমবারের মতো ছেড়ে যায়। তবে এয়ারলাইনটি পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করবে।
সংস্থাটির ডেপুটি ম্যানেজার (জনসংযোগ) সাকিব হাসান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- এয়ার এ্যাস্ট্রা বৃহস্পতিবার থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিনটি এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে।
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে চার হাজার ৮০০ টাকা এবং ঢাকা-চট্টগ্রাম তিন হাজার ৬৯৫ টাকা।
এয়ার এ্যাস্ট্রা ইতোমধ্যে ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ বিমানের ডেলিভারি নিয়েছে এবং ২০২২ সালের মধ্যে আরও দুটি বিমান গ্রহণের কথা রয়েছে। ২০২৩ সালের মধ্যে সংস্থাটির বহরের ১০টি বিমান থাকবে।