প্রচ্ছদ ›› বাণিজ্য

ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু

নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৩ ১৯:২০:৩২ | আপডেট: ২ years আগে
ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। রোববার (৫ মার্চ) ১০৫৪তম বোর্ড সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন ৷

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ৷ এছাড়াও তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য এবং বাংলাদেশ আ্যাক্রেডিটেশন কাউন্সিলে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত খন্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ৷ অধ্যাপক ড. হাসান বাবু বর্তমানে আন্তর্জাতিক ইন্টারনেট সোসাইটি-এর বাংলাদেশ চ্যাপ্টার-এর সভাপতি ৷ তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি টাস্কফোর্সের একজন সম্মানিত সদস্য ছিলেন ৷

অধ্যাপক ড. হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান হিসেবে ১৯-০২-২০০৩ তারিখ হতে ১৮-০২-২০০৬ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন ৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন ৷ এছাড়াও তিনি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড-এর পরিচালনা পর্ষদের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ৷

এছাড়াও ড. হাসান বাবু-এর রয়েছে একাধিক কর্পোরেট সংস্থায় কাজের অভিজ্ঞতা ৷ এর মধ্যে বিশ্বব্যাংকের ইনফরমেশন টেকনোলজী এক্সপার্ট হিসেবে জনতা ব্যাংকের ইনফরমেশন টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস-এ ৬ বছরের অধিককাল দায়িত্ব পালন করেন ৷